শেয়ার বিজ ডেস্ক: মেমোরি চিপ বিভাগে রেকর্ড পরিমাণ আয়ের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সর্বোচ্চ মুনাফা করতে যাচ্ছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং। যা হবে গত সাড়ে তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ মুনাফা। আগামী প্রান্তিকে আসন্ন স্মার্টফোন গ্যালাক্সি এস-৮-এর বদৌলতে আরও ভালোর প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
কোম্পানিটি ২০১৬ সালে গ্যালাক্সি নোট৭ স্মার্টফোন বাজারে এনে ব্যর্থ হয়। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জেয় ইয়ং লি’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ওঠে। সার্বিক বিষয়ে ওই সময়টা মন্দা যাচ্ছিল স্যামসাংয়ের। এ বছরের শুরুতে স্মার্টফোন ও সার্ভারের জন্য মেমোরি চিপের চাহিদা অনেক বেশি বেড়ে যাওয়ায় এসব ধাক্কা কাটিয়ে উঠছে প্রতিষ্ঠানটি। বাজারমূল্যে এশিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ও বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের শেয়ারমূল্য চলতি বছর প্রায় ১৭ শতাংশ বাড়ার পর এখন রেকর্ড সর্বোচ্চ মূল্যের কাছাকাছি পৌঁছেছে।
সম্প্রতি ১৮ জন বিশ্লেষক নিয়ে এক জরিপ চালায় রয়টার্স। জরিপে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে স্যামসাংয়ের ব্যবসা পরিচালনা থেকে হওয়া লাভ এক বছর আগের তুলনায় ৪১ শতাংশ বেড়ে ৯.৪ ট্রিলিয়ন ওন বা ৮৪৪ কোটি ডলার হয়েছে। এর মধ্যে চিপ বিভাগ থেকেই এসেছে রেকর্ড ৫.৮ ট্রিলিয়ন ওন। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির সবচেয়ে ভালো করা ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকে ১০.২ ট্রিলিয়ন ওন লাভের পর এটি প্রতিষ্ঠানটির কোনো প্রান্তিকে সর্বোচ্চ লাভ। আগামী ২১ এপ্রিল গ্যালাক্সি এস-৮ বিক্রি শুরু করতে প্রস্তুত স্যামসাং। সে বিষয় মাথায় রেখে রয়টার্সের ওই জরিপের পূর্বাভাসে বলা হয়, চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং ১১.৯ ট্রিলিয়ন ওন লাভ করতে পারে।
স্যামসাংয়ের শেয়ারধারী প্রতিষ্ঠান এইচডিসি অ্যাসেট ম্যানেজমেন্টের তহবিল ব্যবস্থাপক পার্ক জুং হুন বলেন, এখন স্যামসাংয়ের জন্য এটি শুধুই যত পাওয়া যায় ততই ভালো। মেমোরি চিপ ব্যবসার এ অবস্থা এ বছরের পুরো সময় ধরে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিশেষত দীর্ঘমেয়াদি ডেটা স্টোরেজের জন্য ব্যবহƒত এনএএনডি ফ্ল্যাশ চিপ স্যামসাংয়ের লাভে বেশি অবদান রাখছে।
২০১৬ সালের অক্টোবরে বিস্ফোরণ আর অগ্নিঝুঁকির কারণে গ্যালাক্সি নোট৭ বাজার থেকে তুলে নেয় প্রতিষ্ঠানটি। ফলে সে বছরের চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন বাজারের মুকুটটি আর ধরে রাখতে পারেনি স্যামসাং; এ মুকুটের দখল চলে যায় প্রতিদ্বন্দ্বী মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের দখলে।