শেয়ার বিজ ডেস্ক: সৌদি আরবের সাম্বা গ্রুপ নিজেদের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০১৮ সালে ১৪৭ কোটি ডলার মুনাফা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১০ শতাংশ বেশি। খবর: আরব নিউজ।
প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, শুধু চতুর্থ প্রান্তিতে সাম্বা গ্রুপের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটি মোট ৩৭ কোটি ৩০ লাখ ডলার মুনাফা করেছে। এর মাধ্যমে গত বছর প্রতিষ্ঠানটির মোট মুনাফা ২০১৭ সালের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে ১৪৭ কোটি ডলার মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে সাম্বা গ্রুপের মোট পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্য হারে কমেছে। নিম্ন মজুরি কাঠামো, অবচয় ও ক্রেডিট ব্যয় কম হওয়ার কারণে এ সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় কমেছে আট দশমিক চার শতাংশ। এছাড়া প্রশাসনিক কর্মকাণ্ডেও ব্যয় কমে যাওয়ায় মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
সাম্বা গ্রুপ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সেবা দিয়ে থাকে সৌদি আরবে। বিশেষ করে তাদের বিশাল ব্যাংকিং নেটওয়ার্ক রয়েছে, যা তাদের প্রধান আয়ের উৎস। সৌদি আরব ছাড়াও পাকিস্তানসহ কয়েকটি দেশে ব্যবসা পরিচালনা করে থাকে সাম্বা গ্রুপ।