Print Date & Time : 13 September 2025 Saturday 2:44 pm

রেকর্ড মূল্যস্ফীতি অস্ট্রেলিয়ায়

শেয়ার বিজ ডেস্ক: ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি চলছে অস্ট্রেলিয়ায়। নির্মাণব্যয়, গাড়ির জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ায় গত প্রান্তিকে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে। খবর: সিএনবিসি।

অস্ট্রেলিয়ার পরিসংখ্যার ব্যুরো (এবিএস) জানিয়েছে, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়ে ১ দশমিক ৮ শতাংশ হয়েছে। রয়টার্সের জরিপে যা ছিল, ১ দশমিক ৬ শতাংশ।

সিপিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় খাদ্যসামগ্রীর বার্ষিক মূল্যস্ফীতি এরই মধ্যে ৯ শতাংশ হারে বেড়েছে। শুধু তৃতীয় প্রান্তিকে এ বৃদ্ধির হার ৩ দশমিক ২ শতাংশ।

গতকাল বুধবার প্রকাশিত এ পরিসংখ্যানে দেখা যায়, দেশটিতে এ সময় বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ, যা আগের বছরের একই সময় ছিল ৬ দশমিক ১ শতাংশ। ১৯৯০ সালের ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি বলে জানিয়েছে এইকন ডেটা।

দ্বিতীয় প্রান্তিকে খাদ্যপণ্যের দাম বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ, রয়টার্সের জরিপে যা ছিল ৭ শতাংশ।

অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ মার্সেল থিলিয়ান্ট বলেন, ভোক্তা মূল্য সূচকের এ ধারা আগামী প্রান্তিকে ৮ শতাংশ মূল্যস্ফীতিকে ইঙ্গিত করছে।