সম্প্রতি রেডমানি গ্রুপ কর্তৃক আয়োজিত ‘ইন্টারন্যাশনাল আইএফএন অন এয়ার রোডশো-২০২২’-এর সঞ্চালনা করলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান। এ বছরের রোডশোর থিম ছিল ‘বিল্ডিং মোমেন্টাম: ইসলামিক ফাইন্যান্স ইন বাংলাদেশ’। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সাদিকের পরিচালক আসিফ রহমান, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাসান মোহাম্মদ নাঈম রহমান, ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম. কবির হাসান, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ড. মো. গোলজারে নবী প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 17 July 2025 Thursday 7:10 am
রেডমানি গ্রুপের ইন্টারন্যাশনাল আইএফএন অন এয়ার রোডশো
করপোরেট কর্নার ♦ প্রকাশ: