রেড ক্রিসেন্টকে ১০ লাখ টাকা অনুদান দিল এনআরবিসি ব্যাংক

দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগ-আক্রান্ত এলাকায় মানুষের সেবাদানের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে এনআরবিসি ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য মঞ্জুরুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক অলিউর রহমান, বিকল্প পরিচালক ডা. কুতুব উদ্দিন, স্বতন্ত্র পরিচালক আবু এশরার ও খান মোহাম্মদ আব্দুল মান্নান এবং ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, রেড ক্রিসেন্টের পরিচালক এএইচএম মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি