নিজস্ব প্রতিবেদক: সাবসিডিয়ারি অর্থাৎ দুই সহযোগী কোম্পানিকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, রেনাটা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং পূর্ণভা লিমিটেড নামে দুই সহযোগী কোম্পানিকে একীভূত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রেনাটা লিমিটেডের পরিচালনা পর্ষদ। একইসঙ্গে কোম্পানি আইন, ১৯৯৪-এর ২২৮ ও ২২৯নং ধারা অনুযায়ী কোম্পানি দুটির সব দায় ও সম্পদ অধিগ্রহণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে অনুমোদনের জন্য খসড়া আবেদনপত্রেরও অনুমোদন দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০৭ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৫৮ কোটি ৪৭ লাখ টাকা। কোম্পানিটির ১০ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৯৮৩ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৫১ দশমিক ২৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৪৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৮৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬ দশমিক ৪২ শতাংশ শেয়ার।
২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৪৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৮৫ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা।