রেনাটা লিমিটেডের ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সারওয়ার আলী। এজিএমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির, পরিচালক জাহিদা ফিজ্জা কবির, সাজেদা ফারিছা কবির, মৃদুল চৌধুরী, তানিয়া তাজিন করিম, নেহাল আহমেদ ও ইজাজ আহম্মদ এবং কোম্পানি সচিব মো. জোবায়ের আলম। এজিএমে জানানো হয়, ২০২০-২১ সময় শেষে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৬৭ পয়সা। এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ হিসেবে ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
