Print Date & Time : 13 September 2025 Saturday 8:59 am

রেনাল অ্যাসোসিয়েশন ও নিপ্রো-জেএমআইয়ের কর্মশালা

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয় কিডনি রোগ ও হেমোডায়ালাইসিস বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা। রাজধানীর ঢাকা ক্লাবে দিনব্যাপী এই আয়োজনে সহযোগিতায় ছিল জাপান-বাংলাদেশের যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই মেডিকেল লিমিটেড। কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. কে বি এম হাদিউজ্জামান। বক্তব্য দেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। বিজ্ঞপ্তি