Print Date & Time : 5 August 2025 Tuesday 3:28 am

‘রেমালের’ প্রভাবে ভবনের দেয়ালধসে নিহত ২

শেয়ার বিজ ডেস্ক: ‘রেমালের’ প্রভাবে ঝড়বৃষ্টির তাণ্ডব চলছে। সৃষ্ট ঝড়বৃষ্টিতে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে দেয়ালধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ওই এলাকার লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। আহত আরেক কর্মী শাকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, ভোরে লোকমান, মোকসেদুর ও শাকিব টিনশেডের তৈরি হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়বৃষ্টির তাণ্ডব চলছিল। একপর্যায়ে পাশের তিনতলা ভবনের ছাদের দেয়ালের কিছু অংশ ধসে হোটেলের টিনের চালে ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে দুজনের লাশ উদ্ধার এবং একজনকে আহতাবস্থায় উদ্ধার করে।