Print Date & Time : 11 August 2025 Monday 10:35 pm

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) প্রদত্ত ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড, ২০২২’ লাভ করেছে। গত সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি