পূবালী ব্যাংক লিমিটেডকে রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদানের জন্য ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড, ২০২২’ দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি কর্তৃক আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছ থেকে পদক গ্রহণ করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং লন্ডন ক্রয়ডনের মেয়র শেরোয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী। বিজ্ঞপ্তি

Print Date & Time : 5 September 2025 Friday 2:44 pm
‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ পেল পূবালী ব্যাংক
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: