Print Date & Time : 12 September 2025 Friday 1:22 pm

রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক: রেমিট্যান্স ও রপ্তানি আয় ডলারের দাম আবার বাড়িয়েছে। প্রবাসী আয়ে ৫০ পয়সা বেড়ে ১০৮ টাকা ৫০ পয়সা হয়েছে। রপ্তানি আয় ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এ দর কার্যকর হবে। এর আগে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবে ১০৭ টাকা। এতদিন রেমিট্যান্সের ডলারের দাম ছিল ১০৮ টাকা এবং রপ্তানি আয়ে ছিল ১০৬ টাকা।

গতকাল বুধবার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

বৈঠকে উপস্থিত বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা জানান, রপ্তানিকারদের দাবির পরিপ্রেক্ষিতে রপ্তানি আয়ে এক টাকা বাড়ানো হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক ডলারের দর এক রেটে নিয়ে আসবে। তাই ধীরে ধীরে রেট বাড়িয়ে বাজারভিত্তিক করা হচ্ছে। মার্কেটে ডলারের ডিমান্ড-সাপ্লাই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে সংকট আরও বেড়ে যায়। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এর পর থেকে এই দুই সংগঠন মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত সাড়ে ১২ বিলিয়নের বেশি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ডলার সরবরাহ কম থাকায় ব্যাংকগুলোর চাহিদা মেটাতে এ ডলার বিক্রি করা হয়। ধারাবাহিকভাবে ডলার বিক্রির ফলে রিজার্ভের ওপর চাপ বাড়ছে। গত মঙ্গলবার শেষে ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলারের বৈদশিক মুদ্রার রিজার্ভ ছিল।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংকে ডলার লেনদেন হচ্ছে ১০৮ টাকা ৫০ পয়সায়। এর আগে গত সপ্তাহে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ১০৮ টাকা ৭৫ পয়সায় উঠেছিল, যা ছিল দেশের ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ বিনিময় হার। গতকাল কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে হয়েছে ১১১ টাকা ৬০ পয়সা থেকে ১১২ টাকা।