Print Date & Time : 31 August 2025 Sunday 10:21 pm

রেললাইনে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেল ব্রিজে ঘুরতে এসে টিকটক করার সময়ে ট্রেনে কাটা পড়ে আলহাজ্ব হোসেন (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলহাজ্ব হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামের মোঃ রেজাউল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলহাজ্ব হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে এসেছিলেন। টিকা নেওয়ার পরে কয়েকজন বন্ধুবান্ধবের সাথে কালিকাপুর রেল ব্রিজে ঘুরতে যায়।

পরে বন্ধুদের সাথে টিকটকে মেতে ওঠে কিন্তু হঠাৎ রাজবাড়ীগামী একটি ট্রেন কালিকাপুর ব্রিজে এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সাথে থাকা তার বন্ধুবান্ধব পালিয়ে চলে যায়। পরে স্থানীয়রা রেলের উপর থেকে লাশটি নিচে নামিয়ে রাখে।

এবিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।