Print Date & Time : 8 July 2025 Tuesday 8:03 pm

রেলস্টেশন তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দুদকের

প্রতিনিধি, ময়মনসিংহ: গণশুনানির নোটিশ পেয়েও উপস্থিত না থাকায় ময়মনসিংহ রেলস্টেশন তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার নগরীর টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ওই স্টেশনের তত্ত্বাবধায়ক এসএম নাজমুল হক খানকে উপস্থিত থাকার নোটিশ দেয় দুদকের বিভাগীয় ও জেলা সমন্বিত কার্যালয়। কিন্তু নোটিশ পেয়েও তিনি সেখানে যাননি, যে কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল হোসেন।

এদিকে ময়মনসিংহে অনিয়ম, দুর্নীতিসহ অভিযোগ দায়ের হওয়ায় ৬০টি সুনির্দিষ্ট অভিযোগের গণশুনানি করেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। এতে জেলা ও বিভাগীয় প্রশাসনের সব দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। শুনানিতে বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট দপ্তরের জবাবদিহি কর্মকর্তারা উপস্থিত হলে বেশিরভাগ অভিযোগের নিষ্পত্তি হয় বলে জানান তিনি। 

এ সময় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর সাবরেজিস্ট্রার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে, সহকারী কমিশনার (ভূমি), সোনালী ও কৃষি ব্যাংক, জেলা প্রশাসন, বিআরটিএ ও সমাজসেবা কার্যালয়ের বিরুদ্ধে উত্থাপিত বেশ কিছু অভিযোগ আগামী সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। সেইসঙ্গে যেসব অভিযোগ ও ঘটনার সঙ্গে আদালতের আদেশ ও নির্দেশনা আছে, তা খতিয়ে দেখে সর্বাধিক গুরুত্ব দিয়ে পালন করারও নির্দেশ দেন দুদক কমিশনার (তদন্ত)। গণশুনানির মডারেটর হিসেবে ছিলেনÑজেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান। দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।

শুনানিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, দুদকের (প্রতিরোধ) মহাপরিচালক মো. আক্তার হোসেন, জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঁঞা। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক ময়মনসিংহ বিভাগের পরিচালক ঋত্বিক সাহা।