Print Date & Time : 7 September 2025 Sunday 9:11 pm

রেলের নতুন মহাপরিচালক কামরুল আহসান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুল আহসান। আগামী রোববার থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সালমা পারভীন সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়। বর্তমানে তিনি অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বরত আছেন।

এদিকে ১১ ডিসেম্বর অবসরে যাচ্ছেনÑরেলের বর্তমান মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক মো. কামরুল আহসান দায়িত্ব নেবেন।