Print Date & Time : 15 September 2025 Monday 10:46 am

রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: চলমান হরতাল, অবরোধ ও নাশকতা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি ট্রেন চলাচল। এছাড়া নাশকতা ঠেকাতে লাইনগুলোয় টহল ইঞ্জিন চালু এবং নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কমলাপুর রেলস্টেশনে গতকাল শুক্রবার ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এর আগে নাশকতা এড়াতে পশ্চিমাঞ্চলের রাতের কয়েকটি ট্রেন বন্ধ হবে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত অগুরুত্বপূর্ণ চারটি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে টহল ইঞ্জিন চালু ও রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে আনসার সদস্যরা কাজ শুরু করেছেন। দুই হাজার আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।

এদিকে রেলওয়ে সূত্র জানায়, রাতের বেলায় যে ট্রেনগুলো চলাচল করে এবং যেসব রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি, সেই ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরই মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে।