Print Date & Time : 5 July 2025 Saturday 12:03 pm

রেস্তোরাঁয় অভিযান বন্ধ চেয়ে রিট

শেয়ার বিজ ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রিটে সব শর্ত পূরণে সময়ও চাওয়া হয়েছে, বেইলি রোডে আগুনের ঘটনায় প্রকৃত দায়ীদের গ্রেপ্তার এবং আহত-নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দাবি করা হয়।

গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

সোমবার (১১ মার্চ) এ রিট আবেদন করা হয়। মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে বেইলি রোড ট্র্যাজেডির পর রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে সরকারের কয়েকটি প্রতিষ্ঠান। এরইমধ্যে বেশকিছু প্রতিষ্ঠান বন্ধ ও জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয় কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলকে।