রোকনপুর সীমান্ত থেকে ৪ বাংলাদেশীকে নিয়েগেল বিএসএফ

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিএসএফ।

রবিবার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনতে ভারতে গেলে তাদের আটক করে বিএসএফের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। তবে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করলে তিনি ফোন কেটে দেন। বিজিবির পক্ষ কোনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিএসএফের হাতে আটক মুকুলের শ্বশুড় আনারুল ইসলাম জানান, মুকুলের বাড়ির পাশেই সীমান্ত। গতরাতে মুকুলসহ ৪ জন সীমান্ত পেরিয়ে ভারতে গেলে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন। পরে ভারতীয় কয়েজন লোক আমাদের মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, ভারতে আটক এক পরিবারের সদস্য তাকে জানান যে চারজন বাংলাদেশীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএসের সদস্য ধরে নিয়ে গেছে। তারা গরু আনতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এতে ভারতীয় স্থানীয়রা ৪ জন ধরে বিএসএফের কাছে জমা দেয়। বিএসএফ সদস্যরা তাদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নকে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ১৬ বিবিজি ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন দিলে তিনি ফোন কেটে দেন। এবং তিনি এসএমএসের মাধ্যমে জানতে জানান। পরবর্তীতে এসএমএস করলে তিনি আর এসএমএসের উত্তর দেননি।

আটককৃত হলেন, রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মহবুল ইসলামের ছেলে মুকুল, মোশারফের ছেলে আলিম, একই ইউনিয়নের সাগরইল গ্রামের ইসাহাকের ছেলে দুরুল হুদা ও মতির ছেলে বাবু।