Print Date & Time : 11 August 2025 Monday 5:31 pm

রোজায় চোখের চিকিৎসা

এ বছর রোজা পালন করা হচ্ছে কভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে। ভাইরাসে সংক্রমিত হয়ে, অন্য অসুখে পড়ে অনেকেই ছুটছেন হাসপাতালে। রোজাদার যখন অসুস্থ থাকেন, তখন ভিন্ন এক বাস্তবতার সম্মুখীন হন। যেমন তাকে ওষুধ সেবন করতে হয় অথবা জরুরি অস্ত্রোপচার করতে হয়, কিংবা নিতে হয় কোনো ইনজেকশন। যাদের দীর্ঘমেয়াদি রোগ আছে, তারাও নিয়মিত ওষুধ সেবন করেন। চোখের রোগের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এ ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় আনতে হয় এক. ধর্মীয় রীতি অনুযায়ী এসব ওষুধ ব্যবহারে রোজা আদৌ ভাঙে কি না এবং দুই, যে ওষুধ সেবনে রোজা ভাঙে, তা অত্যাবশ্যকীয় কি না।

ওষুধ ব্যবহার: চোখে ড্রপ ব্যবহারে রোজা ভাঙে বা ক্ষতিগ্রস্ত হয় কি না। চোখে ড্রপ দিলে তার কিছু অংশ গলা পর্যন্ত যায়। চোখের ড্রপে কোনো খাদ্য উপাদান থাকে না। তাই তা পানাহারের মধ্যে পড়ে না।

ইনজেকশন: ইনজেকশনে যদি খাদ্য উপাদান থাকে, অথবা তা শক্তিবর্ধক হয়, তাহলে রোজা রেখে তা নেয়া যাবে না। তবে যদি ইনজেকশনে খাদ্য উপাদান না থাকে, যেমনÑঅ্যান্টিবায়োটিক, অ্যাভাস্টিন-জাতীয় ইনজেকশন, তাহলে তাতে রোজা ভাঙবে না। তাৎক্ষণিক ইনজেকশন না নিলে চোখের মারাত্মক ক্ষতি হওয়ার বা অন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে, তাহলে তা অবশ্যই নিতে হবে। পরীক্ষার প্রয়োজনে ইনজেকশন নিতে হলে (যেমন চোখের ফান্ডাস ফ্লোরেসেন্স এনজিওগ্রাম করতে হলে একধরনের রঞ্জক পদার্থ রক্তনালিতে দিতে হয়), তা ইফতারের পর করতে পারেন। শিরায় ইনজেকশন পুশ করার সময় রক্তক্ষরণের ঝুঁকি থাকে। তাছাড়া অনেকের হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে। তখন আবার একাধিক ইনজেকশন, এমনকি স্যালাইন দেয়ারও প্রয়োজন হতে পারে।

অস্ত্রোপচার: চোখের অনেক অস্ত্রোপচরে রক্তপাতের শঙ্কা নেই। তবে শরীরের ভেতরের জলীয় অংশ এবং অন্যান্য টিস্যু শরীর থেকে যেহেতু বের হয়ে আসে, তাই এতে রোজা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকে আশঙ্কা করেন। জরুরি অস্ত্রোপচার, যেমন ফেকোলাইটিক গ্লকোমা বা কোনো আঘাতের ঘটনা হলে রোজা ভেঙে তা করতে হবে। কর্নিয়া সংযোজন অনেক সময় কর্নিয়াপ্রাপ্তির ছয় ঘণ্টার মধ্যে করতে হয়। কম জরুরি অস্ত্রোপচারগুলো চিকিৎসকের পরামর্শে চাইলে রোজার পরও করা যায়।

যিনি রোগীর সঙ্গে থাকবেন, তারও সুরক্ষা প্রয়োজন। রোগীর ওষুধ থেকে শুরু করে অনেক চাহিদা তাদের পূরণ করতে হয়। ওষুধ খাইয়েও দিতে হয় রোগীকে।

অধ্যাপক ডা. সৈয়দ এ কে আজাদ

চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন