ক্রীড়া ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো নেই। তাই আক্রমণভাগও অনেকটাই নড়বড়ে রিয়াল মাদ্রিদের। যা আবারও দেখা গেল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর বিপক্ষে। ইউরোপসেরার এ লড়াইয়ে ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই হুলেন লোপেতেগির শিষ্যরা হেরেছে ১-০ গোলে।
লুজনিকি স্টেডিয়ামে গত পরশু সিএসকেএ মস্কোর বিপক্ষে শুরুতেই পেছনে পড়ে রিয়াল। অষ্টম মিনিটেই টনি ক্রুসের ভুলে দলটির জালে বল জড়িয়ে আনন্দে মাতেন নিকোলা ভøাসিচ। এরপর সমতায় ফিরতে সব রকম চেষ্টা করে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষের জালমুখ খুলতে পারেনি অতিথিরা।
সমতায় ফেরার দারুণ সুযোগ রিয়াল পেয়েছিল ২৮তম মিনিটে। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে কাসেমিরোর শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। তাতে বেশ হতাশ হয়ে পড়েন রিয়াল সমর্থকরা। ১০ মিনিট পর
একটুর জন্য জালের দেখা পাননি করিম বেনজেমা। ফরাসি স্ট্রাইকারের হেড ব্যর্থ হয়ে যায় ক্রসবারে লেগে। বিরতির পর ৪৯তম মিনিটে মার্কো আসেনসিও ডি-বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট বাঁদিকে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন রাশিয়ান গোলরক্ষক আকিনফিভ। ৮৭তম মিনিটে শেষ সুযোগ নষ্ট করেন লুকা মদ্রিচ। এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার হেড লক্ষ্যে রাখতে পারেননি।
এ হারে চলতি চ্যাম্পিয়নস লিগে ৩ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে টেবিলের ২-এ রিয়াল। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে সিএসকেএ।
