ক্রীড়া ডেস্ক: শুরু থেকেই জ্বলে উঠেছিলেন; কিন্তু কিছুতেই ভাগ্যবিধাতার সহায়তা পাচ্ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষ দিকে সতীর্থদের কল্যাণে সিআর সেভেন পেয়ে গেলেন পেনাল্টির সুযোগ। স্পটকিক থেকে টটেনহ্যামের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে গোল করে রক্ষা করলেন এ ফরোয়ার্ড।
এর আগে সান্তিয়াগো বার্নাবুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ২৮তম মিনিটে ভারানের আত্মঘাতী গোলে পেছনে পড়েছিল মাদ্রিদ। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। কিন্তু কিছুতেই কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিলেন না রোনালদো-বেনজেমা-টনি ক্রুসরা। শেষ পর্যন্ত ম্যাচের ৪২তম মিনিটে লুকা মডরিচ ও ক্রুসের কল্যাণে পেনাল্টি পেয়ে যায় সান্তিয়াগো বার্নাবুর ক্লাবটি। মিডফিল্ডার ক্রুসকে ঠেকাতে বক্সের মধ্যে ফাউল করেন টটেনহ্যামের উরের। সে সুযোগে স্পটকিক থেকে মাদ্রিদকে সমতায় ফেরান রোনালদো। এ গোলে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে পাঁচ গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে রিয়ালকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন করিম বেনজেমা। ক্যাসিমিরোর ক্রস গোলমুখ থেকে ফরাসি এ ফরোয়ার্ড হেড করলে দুর্দান্ত সেভ করেন টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরেস। শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা না পেলে ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থেকে মাঠ ছাড়ে। এ ড্রয়ে তিন ম্যাচ শেষে দু’দলের পয়েন্টই সমান ৭।