Print Date & Time : 5 July 2025 Saturday 12:02 pm

রোবট নারী ‘সোফিয়া’ এবার বাংলাদেশে

 

শেয়ার বিজ : হংকংয়ের  প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যান্সন রোবোটিকসের তৈরি  রোবট ‘সোফিয়া’ এবার বাংলাদেশে আসছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক  এ তথ্য জানান। ৬ ডিসেম্বর প্রথম প্রহরে বাংলাদেশে পৌঁছার কথা সোফিয়ার। এদিন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হবে সোফিয়া। সোফিয়া ইংরেজিতে কথা বলে।

প্রতিমন্ত্রী  জানান, সোফিয়া ৬ ডিসেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠেয় দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনেই উপস্থিত থাকবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সঙ্গে থাকবেন এটির নির্মাতা ড. ডেভিড হ্যানসন।

এর আগে ‘সোফিয়া’কে সৌদি আরব নাগরিকত্ব দেওয়ার পর দেশটিতে তীব্র বিতর্ক শুরু হয়।

এই রোবট একজন সৌদি নারীর চেয়েও বেশি অধিকার ভোগ করছে কি না, তা নিয়ে আলোচনা-সমালোচনা চলতে থাকে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গত মাসে এক অনুষ্ঠানে এই রোবটটি প্রদর্শন করা হয়েছিল।

প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতই মুগ্ধ হন যে সেখানে সাথে সাথেই এটিকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়। কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন একজন সৌদি নারীর তুলনায় কীভাবে সোফিয় এত বেশি অধিকার ভোগ করছে।