Print Date & Time : 10 August 2025 Sunday 9:44 am

রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক, আগামীকাল বিক্ষোভ মিছিল

শেয়ার বিজ ডেস্ক :সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

একইসঙ্গে রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।শুক্রবার (২ আগস্ট) এক ভিডিওবার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা করেন।

সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।