Print Date & Time : 27 August 2025 Wednesday 7:04 am

রোববার দর পতনের শীর্ষ কোম্পানি ইনফরমেশন নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (২৫ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৫ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইনফরমেশন নেটওয়ার্ক এর।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৭.৫২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল উইন্ডসোর এর দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৫.৯৭ শতাংশ।

আর ৪০ পয়সা বা ৫.৮০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ভিএফএস থ্রেড ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এস কে ট্রিমস ৫.০০ শতাংশ, ন্যাশনাল টি ৪.৭৮ শতাংশ, এপেক্স ট্যানারি ৪.৫২ শতাংশ, বসুন্ধরা পেপার মিল ৪.৩২ শতাংশ, শাইনপুকুর সিরামিক ৪.২৯ শতাংশ, কেয়া কসমেটিক্স ৪.০০ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্সুরেন্স ৩.৬৯ শতাংশ কমেছে।