Print Date & Time : 27 August 2025 Wednesday 3:20 pm

রোববার দাম পতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪১ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এর।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংক এর দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৬৮ শতাংশ।

আর ২ টাকা ৮০ পয়সা বা ৮.০৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বারাকা পতেঙ্গা পাওয়ার ৮.০২ শতাংশ, সিএপিএম ইসলামিক মিউচুয়াল ফান্ড ৭.৬১ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৩২ শতাংশ, এস ই এম এল গ্রোথ ফান্ড ৬.৪৫ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৬.১০ শতাংশ, শাহাজিবাজার পাওয়ার ৫.৭১ শতাংশ এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫.৪১ শতাংশ কমেছে।