Print Date & Time : 6 July 2025 Sunday 6:47 am

রোববার সব রুটে ট্রেন চলাচল বন্ধ

শেয়ার বিজ ডেস্ক: চলমান কারফিউয়ের মধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হলেও রোববার (৪ আগস্ট) সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৩ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অনিবার্য কারণবশত ৪ আগস্ট (রোববার) সব প্রকার ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে ১৮ জুলাই থেকে বন্ধ ছিল যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল। যদিও এর মধ্যে বিজিবি ও পুলিশের পাহারায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করেছে। ১ আগস্ট থেকে সীমিত পরিসরে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলও শুরু হয়েছে।

এদিকে এক দফা দাবি আদায়ে সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৩ আগস্ট) বিকেলে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শহিদ মিনারে এই ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।