Print Date & Time : 7 September 2025 Sunday 11:55 am

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে হামলা নিহত ৬

প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুর্বৃত্তদের হামলায় মাদরাসার ছয় শিক্ষক ও ছাত্র নিহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল ভোর সাড়ে ৪টায় ১৮নং ক্যাম্পে ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ নামের একটি মাদরাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুলি ও আঘাতে ছয়জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন রোহিঙ্গা শিবিরের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়া’ মাদরাসার প্রধান শিক্ষক হামিদুল্লাহ, সহকারী শিক্ষক মোহাম্মদ ইদ্রিস, ইব্রাহিম হোসেন ও মাদরাসাছাত্র নুর আলম ওরফে হালিম, আজিজুল হক ও মোহাম্মদ আমিন।

জানা গেছে, দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে মাদরাসাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য চেষ্টা করছে। তা না পেরে তারা মাদরাসায় হামলা চালায়। নিরাপত্তার জন্য প্রশাসনকে অবহিত করলেও কোনো সহযোগিতা পাননি বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার বলেন, ভোরে ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদরাসায় রোহিঙ্গা দুর্বৃত্তরা হামলা চালায়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজন মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।