Print Date & Time : 10 September 2025 Wednesday 10:36 pm

রোহিঙ্গা শিবিরে বাড়ল লকডাউন

প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের পাঁচটি রোহিঙ্গা শরণার্থী শিবিরসহ উখিয়া ও টেকনাফ উপজেলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

কভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আগামী ছয় জুন পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন এবং অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী বলেন, জেলা প্রশাসনের এক ভার্চুয়াল সভায় টেকনাফ উপজেলার পাশাপাশি টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে লকডাউনের মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।

একইভাবে উখিয়া উপজেলা ও উপজেলার চারটি রোহিঙ্গা শরণার্থী শিবিরেও লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন বলেন, সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে থাকা পাঁচটি শিবিরে লকডাউন ঘোষণা করা হলেও কক্সবাজারের ৩৪টি ক্যাম্পের সবগুলোয় জরুরি সেবা ব্যতীত অন্য কার্যক্রম সীমিত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।