ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বাংলাদেশ। সে খবরই গতকাল দিয়েছে আইসিসি। মানে ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান সাতে। এর আগে দলটির র্যাংকিং ছিল আটে। বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আটে শ্রীলঙ্কা। অন্যদিকে ইংলিশদের হটিয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত।
শীর্ষ ১০ দলের পয়েন্ট টেবিলে আগের মতোই তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকাকে পাঁচে নামিয়ে চারে উঠেছে অস্ট্রেলিয়া। এদিকে আগের মতোই ছয়ে আছে পাকিস্তান। দশে আগের মতোই রয়েছে আফগানিস্তান।