লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের চুক্তি

সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ছাড়কৃত তহবিল দ্বারা গঠিত ‘রিভলভিং ফান্ড’ থেকে উদ্যোক্তা পর্যায়ে ঋণ বিতরণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সম্প্রতি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মাদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজিদুর রহমান খান, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি