সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং ইবনে সিনা ট্রাস্টের অতিরিক্ত পরিচালক এএনএম তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে লংকাবাংলার কর্মকর্তা ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ইবনে সিনা ট্রাস্টের সব শাখা থেকে স্বাস্থ্য পরিষেবা নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড় পাবেন। অনুষ্ঠানে লংকাবাংলার হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন, হেড অব কার্ডস বিজনেস মো. তৌফিকুর রহমান এবং ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) মো. মোস্তফা মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. হাদিউল করিম খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
