Print Date & Time : 6 July 2025 Sunday 4:01 am

লংকাবাংলা ফাইন্যান্স ও জেনাক্স হেলথের মধ্যে সমঝোতা চুক্তি

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং জেনাক্স হেলথ লিমিটেডের সিওও পারভেজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা জেনাক্স হেলথ থেকে স্বাস্থ্য পরিষেবায় ২০ শতাংশ ছাড় পাবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন, স্ট্র্যাটেজিক বিজনেস অ্যালায়েন্স ম্যানেজার মো. আব্দুল জলিল খান এবং জেনাক্স হেলথ লিমিটেডের হেড অব বিটুবি পার্টনারশিপ ও লয়ালিটি খালিদ হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি