Print Date & Time : 29 August 2025 Friday 1:48 pm

লকডাউনে স্থবির চীনের ব্যবসা অবরুদ্ধ তিন কোটি মানুষ

শেয়ার বিজ ডেস্ক: কভিড-১৯-এর কারণে নতুন করে লকডাউন দেয়ায় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো চীনে তাদের কার্যক্রম স্থগিত করেছে। মহামারি শুরুর পর থেকে এভাবে আগে কখনও দেশটির ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েনি। খবর: বিবিসি।

এছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে চীনজুড়ে প্রায় তিন কোটি মানুষকে লকডাউন ও নানা ধরনের বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। বিশেষ করে জিলিন প্রদেশ ও প্রযুক্তিকেন্দ্র শেনঝেন পুরোপুরি শাটডাউন করে দেয়া হয়েছে। এখানকার বিভিন্ন কারখানা বন্ধ রয়েছে।

গতকাল পাঁচ হাজার নতুন রোগী শনাক্ত হয়, তাদের বেশিরভাগ জিলিনের বাসিন্দা। উত্তর-পূর্বাঞ্চলের প্রায় আড়াই কোটি মানুষকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই প্রথম কোনো প্রদেশকে পুরোপুরি লকডাউনের আওতায় এনেছে দেশটি। মহামারি শুরুর পর উহান ও হেবেই প্রদেশে প্রথম লকডাউন জারি করা হয়। জিলিনের বাসিন্দাদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রদেশ ত্যাগ করতে চাইলে পুলিশের অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

টয়োটা, ভকসওয়াগেন ও অ্যাপল তাদের পরিচালনা কার্যক্রম স্থগিত করে দিয়েছে। লকডাউনের কারণে সরবরাহ ব্যবস্থায় ধস নেমেছে। ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে, অথবা ওয়ার্ক ফ্রম হোম নীতি মানতে হবে। আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকন শেনঝেনে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলছে তারা। দেশটির সাংহাই ও হ্যাং সেং সূচকে পতন দেখা গেছে।

বিশ্লেষকরা মনে করেন, এই পরিস্থিতির সঙ্গে ব্যবসায়ীদের মানিয়ে চলতে হবে। এ ধরনের লকডাউন আগেও দেয়া হয়েছে এবং সংক্রমণের হার কমে এলে অল্প সময়ের মধ্যে খুলে দেয়া হয়। তবে এই জিরো কভিডনীতি কবে শেষ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।