Print Date & Time : 5 August 2025 Tuesday 6:52 am

লকডাউন চলাকালে হাংরিনাকির ডেলিভারি সেবা

গ্রাহকদের সেবা প্রদান এবং বৈশ্বিক মহামারিতে তাদের উজ্জীবিত রাখার লক্ষ্যে দারাজ বাংলাদেশের সহযোগী ও অ্যাপভিত্তিক খাবার ডেলিভারি সেবা প্রতিষ্ঠান হাংরিনাকি তাদের সব কার্যক্রম চালিয়ে যাবে। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, হাংরিনাকির প্রত্যাশা সবাই পরিবারের সঙ্গে ঘরে থেকে সুরক্ষিত থাকুক।

উল্লেখ্য, রেস্টুরেন্ট, রাইডার এবং ক্রেতাদের মাঝে সমন্বয়ের মাধ্যমে তাদের কাছে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়ার মধ্য দিয়ে ভাইরাস সংক্রমণ রোধে ভূমিকা রাখবে হাংরিনাকি।

লকডাউনে ক্রেতাদের সেবাদানে হাংরিনাকি বিভিন্ন অফার, ভাউচার, রেস্টুরেন্ট ডিল ও প্রিপেমেন্ট অফার নিয়ে এসেছে। ভোজনরসিকরা ঊরফ৫০, ঊরফ১০০ ও ঊরফ২৫০ ভাউচার ব্যবহার করে খাবার উপভোগ করতে পারবেন। এই ভাউচারগুলো আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া এই সময় ডেলিভারি ফি থাকবে মাত্র ১৯ টাকা। বিজ্ঞপ্তি