প্রতিনিধি, লক্ষ্মীপুর: চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের বাড়িতে আসার পথে প্রশাসনের পরিচয় দিয়ে তুলে নেয়া বরকত উল্লাহ নামের এক যুবকের সন্ধান চায় তার পরিবার। পুলিশ পরিচয়ে তাকে ফেনী থেকে তুলে নেয়া হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
গতকাল বুধবার বরকতের সন্ধান চেয়ে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার মা সালেহা বেগম। এ সময় বরকতের বড় ভাই সালাহ উদ্দিন ও বোন বিউটি বেগম উপস্থিত ছিলেন।
বরকতের মা সালেহা বেগম অভিযোগ করে জানান, ফেনী থেকে নিখোঁজ হওয়া বরকতের বিষয়ে জিডির আবেদন করলেও তা গ্রহণ করেনি পুলিশ। বরকত সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে বরকতের মা সালেহা বেগম বলেন, বরকত প্রায় দুই বছর ওমান ছিল। সেখান থেকে এসে চট্টগ্রামে গার্মেন্টের মালামাল কিনে বিক্রি করত। রোববার রাতে সে রিজার্ভ একটি গাড়ি দিয়ে লক্ষ্মীপুর আসছিল। কিন্তু ফেনী থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
বরকতের বোন বিউটি বেগম বলেন, ঘটনার সময় রাত আনুমানিক সাড়ে ৮টায় বরকত আমাকে ফোন দিয়েছে। সে তখন বলেছে, রিজার্ভ গাড়ি থেকে পুলিশ পরিচয়ে তাকে নামিয়ে নেয়া হয়েছে। এর পর থেকে তার ফোন বন্ধ।
বরকতের বড় ভাই সালাহ উদ্দিন বলেন, তিন দিন ধরে আমার ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। চন্দ্রগঞ্জ থানায় জিডি করতে গেলেও পুলিশ নেয়নি। আমাদের থানা থেকে বের করে দিয়েছে। আমার ভাই অপরাধী হয়ে থাকলে আইনের মাধ্যমে তার সাজা হোক। তাকে জীবিত ফেরত চাই।