Print Date & Time : 7 July 2025 Monday 11:09 am

লক্ষ্মীপুরে ছাত্রদলের ১৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন। এর আগে শুক্রবার রাতে পুলিশের ওপর হামলার অভিযোগে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামান মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুর রহিম রাজন, আবদুল আজিজ মিশু, পৌর ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাছিবুর রহমান অভি, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন রনি, ছাত্রদল নেতা বায়েজীদ ভূঁইয়া, কাউছার আহমেদ ও রানা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ তাদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। এখন উল্টো নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, বিশৃংখলা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি ।