লক্ষ্মীপুরে জঙ্গিবাদ প্রতিরোধবিষয়ক কর্মশালা

প্রতিনিধি, লক্ষ্মীপুর:লক্ষ্মীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন লক্ষ্মীপুরের উপপরিচালক মুহাম্মদ জাকের হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।