Print Date & Time : 29 August 2025 Friday 6:26 pm

লক্ষ্মীপুরে জাতীয় বীমা দিবস পালিত

প্রতিনিধি, লক্ষ্মীপুর : “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে পালিত হলো জাতীয় বীমা দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার অমিত কুমার বিশ^াস, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের এসইভিপি মো: আবু তালেব, ইভিপি মো: বেলাল হোসেন, জীবন বীমা করর্পোরেশন জেলা কার্যালয়ের সেলস ইনচার্জ জাফর আহমেদ খান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জেনারেল ম্যানেজার মুক্তা আহমেদ ভূঁইয়া, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা তাফাজ্জল হোসেন ফিরোজ ও মেটলাইফ ইন্সুরেন্সের ইউনিট ম্যানেজার ইকবাল হোসেন মনির।

এসময় লক্ষ্মীপুরে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।