লক্ষ্মীপুরে তিন বাস কাউন্টারের জরিমানা

শেয়ার বিজ প্রতিনিধি, লক্ষ্মীপুর: ঈদকে ঘিরে লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য তিনটি বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খবিরুল আহসান।
দূরপাল্লার বাস কাউন্টারগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেÑ এ অভিযোগের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে শাহী সার্ভিস, ইকোনো সার্ভিস ও জোনাকি সার্ভিস কাউন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এদিকে অভিযান চলাকালে রয়েল কোচ সার্ভিসের লোকজন কাউন্টার ছেড়ে পালিয়ে যাওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বাকি কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়।