Print Date & Time : 27 July 2025 Sunday 3:16 am

লক্ষ্মীপুরে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা

প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে তিন লাখ ৯২৫টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সিভিল সার্জন আহাম্মদ কবীর এ তথ্য জানান।

সিভিল সার্জন কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এক হাজার ৪৮০টি কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৯৯ শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৬৭ হাজার ৮২৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় এক লাখ ১১ হাজার ৫০০, লক্ষ্মীপুর পৌরসভায় দ–ই হাজার ৩০০, রায়পুরে ৪৩ হাজার ২০৭, রামগঞ্জে ৪৪ হাজার ৭৭১, রামগতিতে ৪৭ হাজার ৫০০ ও কমলনগর উপজেলায় ১৭ হাজার ৩০০টি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাপসুল খাওয়ানোর কাজে ১৭০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন এফডব্লিউএ ও দুই হাজার ৯৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৮৪ জন সুপারভাইজার ক্যাম্পেইনের দায়িত্বে থাকবেন।

সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ কমায়, অন্ধত্ব দূর করে। এজন্য শিশুদের বাড়ির পাশে টিকাদান কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন তিনি।