লক্ষ্মীপুরে দুইটি হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পৃথক দুটি হত্যা মামলার একটিতে একজনের যাবজ্জীবন ও অপর মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কমলনগর উপজেলার মোবারক হোসেন, মাহমুদুল হাসান হিরু, আরাফাত আরেফিন ও বাবুল হোসেন। এর মধ্যে মাহমুদুল হাসান হিরু পলাতক রয়েছে। অন্য আসামীরা আদালতে হাজির ছিলেন। অপরজন স্ত্রী হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সেপটিক ট্যাংক থেকে চা দোকানের কর্মচারী মাকছুদুর রহমানের অর্ধগলিত উলঙ্গ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে কমলনগর থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই বেল্লাল হোসেন। পরে পুলিশ ৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে মামলার ১নং আসামসী শরীফ হোসেন মারা যায়।

অন্য মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৩ জুন সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শাসছুন্নাহার নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্বামী দেলোয়ারকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন পুলিশ। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণ শেষে দেলোয়ারকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, কমলনগরে চা দোকানের কর্মচারী মাকছুদুর রহমানকে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার আসাম মাহমুদুল হাসান হিরু পলাতক রয়েছে। বাকি ৩ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিল। অপর মামলায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় দেলোয়ার আদালতে উপস্থিত ছিলেন।