Print Date & Time : 31 August 2025 Sunday 7:14 am

লক্ষ্মীপুরে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সাংবাদিক গাজী গিয়াস উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে পৌর শহরের বাঞ্ছানগরে চুনু ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

গাজী গিয়াস উদ্দিন জানান, ঘর সংস্কারের কাজ চলমান থাকায় একটি কক্ষে মূল্যবান জিনিসপত্র রেখে তিনি অন্য ঘরে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে উঠে দেখেন তালাবদ্ধ ঘরের ভেন্টিলেটর ভাঙা রয়েছে। পরে তালা খুলে দেখেন মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। এ সময় তিনি পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে ছুটে আসেন শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহির উদ্দিন জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা।