প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি এতিমখানার খাবারঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোররাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামে মাওলানা আহম্মদ উল্লাহ মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। তবে পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়, ভোররাতে প্রতিদিনের মতো মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে। এ সময় খাবার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে মাদরাসার বাইরে অজ্ঞাত মানুষের
কথাবার্তাও শোনা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আসবাবপত্রসহ খাবারঘরটি পুড়ে ছাই হয়ে যায়। মাদরাসার নিরাপত্তা দেওয়ালের ওপর দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয় বলে দাবি করেছে মাদরাসা কর্তৃপক্ষ।