Print Date & Time : 8 July 2025 Tuesday 9:42 am

লক্ষ্মীপুরে নিঃসন্তান দম্পতিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে নিঃসন্তান বৃদ্ধ দম্পতিকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার শাকচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই দম্পতির ঘরের দরজার তালা ভেঙে দুজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতরা হলেন সিদ্দিক উল্যাহ (৭০) ও তার স্ত্রী আতরের নেছা (৬০)।

নিহত দম্পতির শাহজাহান নামে এক পালক ছেলে রয়েছে। পুলিশের ধারণা, সম্পত্তির লোভে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় পালক ছেলে শাহজাহান ও প্রতিবেশী গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সবশেষ গত শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে সিদ্দিক উল্যাহ ও তার স্ত্রী আতরের নেছাকে ঘরে দেখতে পেয়েছেন স্থানীয়রা। এরপর থেকে তাদের আর কেউ দেখতে পাননি। কিন্তু ঘরের বাইরের দরজা লাগানো ছিল। সোমবার রাতে পালক ছেলে শাহজাহান ঘরের দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে তাদের দুজনের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেয়। এ সময় ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর স্বামী-স্ত্রীর গলায় কাপড় পেঁচিয়ে থাকা অবস্থায় তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। তবে শুক্রবার বিকাল থেকে রাতের কোনো এক সময় তাদের দুজনকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘরের ছাদের দরজা খোলা ছিল। পাশাপাশি ঘরের মূল্যবান দলিলপত্র নিয়ে যায় বলে জানায় পুলিশ। তবে এর আগে পালক সন্তান শাহজাহান কোথায় ছিল, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, এটি একটি হত্যাকাণ্ড। সম্পত্তির লোভে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।