প্রতিনিধি, লক্ষ্মীপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ এক লাখ ৯৩ হাজার ৭৬৬ পরিবারের মাঝে চাল বিতরণ করেছে সরকার। ভিজিএফ কর্মসূচির আওতায় এসব পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেয়া হয়। এদিকে এ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় লক্ষ্মীপুরের ৫টি উপজেলা ও চারটি পৌরসভায় ১ হাজার ৯৩৭ দশমিক ৬৬০ টন চাল বরাদ্দ দেয়া হয়।
জেলায় অতিদরিদ্র, দুস্থ, অসহায় এমন পরিবার বা ব্যক্তিকে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণের জন্য নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার মেয়রদের বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২০) জুনের মধ্যে এ চাল এসব উপকারভোগীর মধ্যে বিতরণের নির্দেশনাও রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৪ হাজার ১৩৫টি, রায়পুর উপজেলায় ২২ হাজার ৭টি, রামগঞ্জ উপজেলায় ১৫ হাজার ৫১৯টি, রামগতি উপজেলায় ৪৯ হাজার ৯৬২টি, কমলনগর উপজেলায় ৪৫ হাজার ১৯৯টি, লক্ষ্মীপুর পৌরসভায় ৪ হাজার ৬২১টি, রায়পুর পৌরসভায় ৪ হাজার ৬২১টি, রামগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২১টি ও রামগতি পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবারের প্রত্যেকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
নিজ নিজ উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয়ভাবে তালিকা করে এসব চাল বিতরণ করছেনÑএমনটিই জানিয়েছেন কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।