Print Date & Time : 29 August 2025 Friday 10:26 am

লক্ষ্মীপুরে বাসের সুপারভাইজারকে হত্যা, আটক ১

প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইকোনো নামের এক যাত্রীবাহী বাসের সুপার ভাইজার রিয়াদ হোসেন লিটনকে (৩৫) হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (৯ এপ্রিল) ভোররাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ওই বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ীর চালক নাহিদকে আটক করলেও হত্যার কারন জানাতে পারেনি পুলিশ।

নিহত রিয়াদ মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের দুদু মিয়ার ছেলে।

এই ঘটনায় আটক চালক নাহিদ রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের শাহরিয়ারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ইকোনো (ঢাকা মেট্টো-ব ১৫-০১০৩) রাত ১০ টার দিকে লক্ষ্মীপুর পৌঁছে। পরে যাত্রীদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়ীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের এক পাশে রাখা হয়। গাড়ীতে নতুন একজন হেলপার, সুপার ভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিল বলে জানায় সংশ্লিষ্টরা। এসময় চালক ও পুরাতন স্টাফ তাদের নতুন হেলপার এবং সুপার ভাইজারকে রেখে বাসায় ফিরে যায়। গাড়ীতে সুপার ভাইজার ও নতুন হেলপার ঘুমিয়ে পড়েন। পরে রাত ৪ টার দিকে চালক এসে গাড়ীর ভেতরে সুপার ভাইজার লিটনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় চালক স্থানীয় লাইনম্যান সেলিমকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক রয়েছে। তার পরিচয় জানাতে পারেনি কেউই। এ ঘটনায় পুলিশ ওই গাড়ীর চালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দিন বলেন, ইকোনো গাড়ীর ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।