প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মাদক মামলায় ইয়াসমিন আক্তার কলি (৩৬) নামে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কলি চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের ছড়ারকুল গ্রামের অলি উল্যার স্ত্রী।
এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি রামগঞ্জ উপজেলার হাজিগঞ্জ-রামগঞ্জ সড়কের পালের বাড়ির ব্রিজ এলাকা থেকে কলিকে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের টহল টিম গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একইদিন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. আফজাল হোসেন রামগঞ্জ থানায় কলির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করেন। এরপর গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন আদালতে কলির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক মামলায় লক্ষ্মীপুরে এই প্রথম কোনো নারীর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।