Print Date & Time : 9 September 2025 Tuesday 7:54 pm

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

প্রতিনিধি, লক্ষ্মীপুর : নতুন বছরের প্রথম দিনে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রোববার (০১ জানুয়ারি) সকালে জেলার পাঁচটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের আয়োজন করা হয়। এদিকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, পুলিশ সুপার ও লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মাহফুজ্জামান আশরাফ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সালমা বেগমসহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এদিকে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।