লক্ষ্মীপুরে সংবিধান দিবস পালিত

প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডিসি (সার্বিক) মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।