Print Date & Time : 27 August 2025 Wednesday 12:06 am

লঘুচাপের পূর্বাভাস, হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি পর অসহনীয় গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছিল। তবে সারাদেশে ফের বাড়তে শুরু করেছে গরম। তবে এই গরমে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপ সৃষ্টি হলে হতে পারে বৃষ্টি।

গতকাল বুধবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।